অনলাইন ব্যাবসায়ের কম্পিলিট সলিউশন প্রদান করাই আমাদের প্রধান লক্ষ।
উদ্যোক্তা হয়ে বিজনেসে সফলতার জন্য জন্য “IT Monjil” প্রথমত ওয়েব ডেভেলপমেন্ট এর কার্যক্রম শুরু করে এবং তারই ধারাবাহিকতায় দেশ এবং বিদেশে প্রায় ২৫০+ উদ্যোক্তার একটি কমিউনিটি তৈরি করে। অসংখ্য উদ্যোক্তা এখন দেশ-বিদেশে তাদের অনলাইন ব্যবসায়ীক কার্যক্রম করে যাচ্ছে। সাধারণত একটি ওয়েবসাইট চাইলেই ডেভোলোপ করে নেওয়া যায় কিন্তু একটি বিজনেস কে ডেভলপ করার জন্য বিজনেসের কৌশল এবং আনুষঙ্গিক আরো অনেক কিছুর প্রয়োজন হয় যার জন্য বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তা ব্যর্থ হয় সেজন্য “IT Monjil” সব সময় রেগুলার ওয়েব সার্ভিসের বাইরেও বিভিন্ন ধরনের পরামর্শক মূলক সহযোগিতা করে থাকে।একজন অনলাইন ব্যবসায়ী প্রথম থেকেই যেন সঠিক নিয়মে ব্যবসাযয়ীক কার্যক্রম করতে পারেন সেই জন্য “IT Monjil” ই-কমার্স ইবুক লঞ্চ করেছে যেটি সম্মানিত ক্লায়েন্টদেরকে ফ্রি দেয়া হয় এবং সেটি পড়ে অনলাইন বিজনেস এর বেসিক সকল বিষয়গুলো সুন্দরভাবে ও সহজে বুঝা যায় ফলে ভুল করার চান্স কমে যায়। ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি সার্ভিস অ্যাভেইলেবেল করা হয়েছে যাতে করে একজন অনলাইন ব্যবসায়ীকে কম্পিলিট বিজনেস সলিউশন প্রদান করা যায়।
অনলাইন ব্যবসায়ের কমপ্লিট সলিউশন দেয়ার দৃড় প্রত্যয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে “IT Monjil”এর সুদৃড় পথ চলা ইনশাল্লাহ।