অনলাইন ব্যাবসায় বিক্রি বৃদ্ধি করতে চান?
তাহলে একটি প্রোমোশনাল ভিডিও লাগবেই।বর্তমানে কাস্টমার কোন কন্টেন্ট পড়ার চাইতেও ভিডিও দেখে সহজেই কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারে।মূলত কাস্টমার কখোনোই পন্য কেনেনা তিনি তার সমস্যার সমাধান পেতে চান।আর এই সমাধানের কাজটা যত সুন্দর করে উপস্থাপন করা যায় ততই কাস্টমার সেই পন্যের প্রতি আকৃষ্ট হয়ে পরে।কাস্টমারের এটেনশন গ্রাব করার জন্য তার সমস্যা সমাধান ও পন্যের বিস্তারিত কন্টেন্ট একটি প্রোমোশনাল ভিডিও এর মাধ্যমে সহজেই উপস্থাপন করা যায়।কারন একটি প্রোফেশনাল ভিডিওতে কথার সাথে সাথে বিভিন্ন ধরনের ইমেজ ও কাস্টমারের সমস্যা সমাধান হবে এমন টাইপের বিষয় বস্তু যুক্ত করা যায় যা কাস্টমারকে প্রোডাক্ট কেনার ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকে তাই ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রির রেশিও বর্তমানে অধিকতর বৃদ্ধি পেয়েছে।এবং আরও মজার বিষয় হচ্ছে বর্তমানে প্রোমোশনাল ভিডিওতে রিচের পরিমান ও অনেক বেশী পাওয়া যায় ফেইসবুকে।
কিন্তু কাস্টমারের মানুষীকতা বিশ্লেষন করে সেই অনুযায়ী প্রোমোশনাল ভিডিও তৈরি করাটা হচ্ছে অত্যান্ত গুরুত্বপূর্ন। “IT-Monjil-আইটি সার্ভিস” এর দক্ষ টিম এই সকল বিষয় বিবেচনা করে ক্লায়েন্টকে প্রোমোশনাল ভিডিও সার্ভিস দিয়ে থাকে।